|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নরসিংদীতে শ্রমিকদের আমরণ অনশনের ঘোষণায় বিক্ষোভ প্রদর্শন —-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০১৯
মোহাম্মমদ আবু তাহের,নরসিংসী প্রতিনিধি :
ইউএমসি জুট মিলের শ্রমিকদের দফা দাবি দাওয়াপূরণ না করায় পূর্ব ঘোষিত আগামী ১০ ই ডিসেম্বর থেকে আমরণ অণশনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের রাস্ট্রয়াত্ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচির আলোকে রবিবার ৮ ই ডিসেম্বর ইউ এম সি জুট মিলের প্রধান ফটকের সামনে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতারা বলেন -সরকার ২০১৫ সালের মজুরি কমিশন ঘোষণা দিলে সঠিক সময়ে বাস্তবায়ন না করায় শ্রমিকগণ পরিবারের পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত কয়েক সাপ্তাহের বকেয়া বেতন,পি এফ এর টাকা প্রদান,সে সাথে শ্রমিকদের বদলী ও আনুসাঙ্গিক বিষয় রয়েছে।তাই কেন্দ্রীয় কর্মসূচির নিয়মমাফিক আগামী ১০ ই ডিসেম্বর থেকে আমরণ অণশনের কর্মসূচি ঘোষণা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকগণ। এসময় উপস্থিত ছিলেন ইউ এম সি জুট মিলের সিবি এ সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,নন সিবি এ পরিষদের সাধারণ সাবেক সভাপতি আনিসুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.