|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় দুই গ্রুপে সংঘর্ষে প্রবাসী নিহত সহ গুরুতর আহত ৫ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে সমিতি বাজার নামক স্থানে রবিবার (৮ ডিসেম্বর) বিকালে বালু মহলকে কেন্দ্র করে এলাকার মানিক ও জুলফিকার নামে দুই গ্রুপের সংঘর্ষে নিজকুন্জরার টিন বাড়ির আবদুল কাদের এর ছেলে ওমান প্রবাসী গুলিবিদ্ধ হয়ে মোঃ সিরাজ (৩০) নিহত হয়। এতে আরো ৩ জন গুলিবিদ্ধ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তথ্য সূত্রে জানা যায়। গুলিবিদ্ধরা হলেন এলাকার পারভেজ (২৪), জিহান (২৬)। আহত বাকীদের নাম জানা যায়নি এই রির্পোট লিখা পর্যন্ত।
এই ঘটনার প্রতিবাদে এক পক্ষ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধ করছে, ফুঁসে উঠছে এলাকাবাসি সহ সাধারন জনগন। পরিস্থিতি থমথমে বিরাজ করছে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.