|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রেমিক -প্রেমিকা কথা কাটাকাটি করে প্রেমিকার আত্মহত্যা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০১৯
মোহাম্মদ আবু তাহের, নরসিংসী প্রতিনিধি :
নরসিংদী জেলার পাশাপাশি অবস্থিত কালীগঞ্জে প্রেমিক -প্রেমিকা কথা কাটাকাটি করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করে। ৬ ডিসেম্বর সকাল (শুক্রবার) সাড়ে ৯ টায় কালীগঞ্জ পৌর এলাকায় টেকপাড়া মোরে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী কালীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়াডের চৌরাগ্রামের আইউব মিয়ার মেয়ে তামান্না ( ১৮ )।সে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষ দর্শীরা জানান, শুক্রবার সকাল ৯ টায় কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় তামান্না।বড়নগর বাইপাস থেকে রেল লাইন দিয়ে এক ছেলের সাথে কলেজের দিকে যাচ্ছিল সে। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী ট্রেন যাচ্ছিল।টেকপাড়া মোরে ছেলেটির সাথে কথা কাটাকাটি হয় তামান্নার।ছেলেটি তাকে রেল লাইন থেকে টেনে নিয়ে আসতেই বিপরীত থেকে প্রভাতী ট্রেনের নিচে ঝাপ দেয় মেয়েটি। ছেলেটি ভয়ে পালিয়ে যায়।আড়িখলা স্টেশন মাস্টার আরিফ হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় চট্রগ্রামগামীয় প্রভাতী নিচে ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করে।নরসিংদী জি আর পি পুলিশ ঘটনা অবহিত করা হলে এবং তারা দুপুরের দিকে লাশটি নিয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.