|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মরহুম কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া প্রতিবারের ন্যায় এবারও মরহুম কফিল উদ্দিন মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৯ উত্তর পানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) ৬ষ্ঠ বারের মত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সময় ১২ টায় শেষ হয়। উপজেলার ১১টি স্কুল (২য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত) এই বৃত্তি পরিক্ষা অংশ গ্রহন করে. এতে প্রায় ১১০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয় বলে জানান পরিক্ষা নিয়ন্ত্রক উক্ত স্কুলের সহকারি শিক্ষক পিযুষ কান্তি নাথ। এতে আরো উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন মাহমুদ কল্যান ট্রাষ্টের পৃষ্ঠপোষক ইন্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান ভুঁইয়া (বুলু), উক্ত বৃত্তি পরিক্ষার আহবায়ক প্রভাষক (মৌলভী সামছুল করিম কলেজ) এর শ্যামল মজুমদার, উপদেষ্টা মন্ডলির সদস্য সিনিয়র শিক্ষক (ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল) জাকের হোসেন, সদস্য ইমামুল হক, উপজেলা আওয়ামী যুবলীগ'র সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী সহ প্রমুখ।
উল্লেখ্য মরহুম কফিল উদ্দিন মাহমুদ ছাগলনাইয়া পৌরসভার উত্তরপানুয়ার ভুঁইয়া বাড়ির শাহজাহান ভুঁইয়ার একমাত্র সন্তান ও উক্ত স্কুলের শিক্ষার্থী ছিল। গত ১১ আগস্ট ২০১৩ সালে চট্রগ্রাম মিরস্বরাই থানা মহামায়া লেকে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরন করেন। সেই সুবাধে মেধাবী ছাত্র মরহুম কফিল উদ্দিন মাহমুদ'র স্মৃতি রক্ষার্থে ২০১৩ সাল থেকে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.