|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ঝুঁকিপূর্ন ব্রীজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সংস্কারের প্রতিশ্রুতি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর মোড় সংলগ্ন পুরনো ঝরাজীর্ন ও ঝুঁকিপূর্ন পুরনো ব্রীজের সংস্কারের উদ্যোগ দিলেন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ। ওই ব্রীজের মাঝ খানে ফুটো হয়ে ভেঙ্গে পড়ার খবর পেয়ে তিনি গতকাল শুক্রবার বিকালে সরেজমিনে পরিদর্শন আসেন। এসময় তিনি ওই ব্রীজটি জনস্বার্থে অচিরেই নিজ উদ্যোগে জনচলাচলের জন্য দ্রæত সংস্কার (মেরামত) করে দেয়ার ঘোষনা দেন।
পরিদর্শন কালে স্থানীয় ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান মো. হান্নান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউনুছ পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মো. মফিজুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়া উপজেলার সহদেবপুরে পুরনো ঝুঁকিপূর্ন পুরনো ব্রীজ পরিদর্শন করছেন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদসহ অন্যান্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.