|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জে চুনারুঘাটে ইট ভাটা থেকে গাছ উদ্ধার ও জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০১৯
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর বাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার পাশ থেকে প্রায় ২৫০টি সেগুন গাছের টুকরা উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।এর আগে দেওরগাছ আদর্শ বাজার এর নিকট স্থাপিত অবৈধ করাতকলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি করাতকল জব্দ করে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এদিকে উপজেলার ৫ টি ইট ভাটাকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়।থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেগুন গাছ উদ্ধার,করাতকল জব্দ ও ইট ভাটাগুলোকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা।
উপজেলার শানখলা ও চানভাংগা এলাকার ইটভাটাগুলোর লাইসেন্স না থাকা,ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা, বৈধভাবে মাটি ক্রয়ের কাগজ দেখাতে না পারা,শতকরা ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন(২০১৩)-এর বিভিন্ন ধারা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ইটভাটার ব্যবহৃত ভূমি সার্ভেয়ার কর্তৃক পরিমাপ করা হয়। ইট ভাটাগুলোকে ব্যবহৃত স্থানের সঠিক পরিমান ভূমি উন্নয়ন কর প্রদান করতে নির্দেশ প্রদান করা হয়।
জরিমানাকৃত ইটভাটাগুলো ও জরিমানার পরিমাণ হলো,নিউ সোহাগ ১ লাখ টাকা,নিউ তরফ ৪০ হাজার,তিতাস ৪০হাজার,খোয়াই ৩০ হাজার ও শোভা ইটভাটাকে ৬০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসিল্যান্ড জানান,পর্যায়ক্রমে উপজেলার করাতকলসহ প্রত্যেকটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে উল্লেখিত বিষয়গুলোর তদারকি করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.