|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
আক্কেলপুরে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক-২ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০১৯
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (০৪-ডিসেম্বর) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের কে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ০৪ এ ডিসেম্বর দিবাগত রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানার উপ- পরিদর্শক(এসআই) এসএম জোবায়ের ও থানার সঙ্গীয় ফোর্স কনস্টবল-৫৯৪ এম মাকসুদুল করিম এ সময়ে ইউপির চাঁপাডাল গ্রামের মৃতঃ- বাচ্চু সরদারের ছেলে মোঃ হাসান সরদার (৩২) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮) কে ২৩ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়। আটককৃত দুই যুবক চিহিৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে স্থারীয়রাও জানান।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের কে জয়পুরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.