|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
রাঙ্গাবালীতে নারী নির্যাতন বিরোধী র্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালী:
নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা। এই স্লোগান নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নারী নির্যাতন বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সরকগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, ইএলজি প্রকল্পের জেলা সমন্বয় কারী মোমেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অ.দা. আবু সুফিয়ান ইমরান, রাঙ্গাবালী প্রেস ক্লাব সভাপতি জোবায়ের হোসেন।
এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাতয়ারা লিপি, ছোট বাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির, প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.