|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে সচেতনতার বৃদ্ধির লক্ষ্য উপজেলা মহামায়া ইউনিয়নের কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ইউপি পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।
মহামায়া কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ও ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (পরশুরাম-ছাগলনাইয়া) সার্কেল ফেনী নিশান চাকমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ ও মহামায়া ইউপি চেয়ারম্যন গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী।
মহামায়া ইউপি ছাত্রলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশ সদস্য মেহের আফরোজ রিংকু'র উপস্থাপনা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিল তাজুল ইসলাম মামুন, মাহামায়া ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুল হক মামুন, মহামায়া ইউপি সদস্য জয়নাল আবেদিন, নাসির উদ্দিন সহ এলাকাবাসি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.