|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পূর্ব বাঁশপাড়া শেখ ফজলুল হক মণি’র জন্মবার্ষিকী উদযাপিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি শেখ ফজলুল হক মণি'র ৮১তম জন্মবার্ষিকী পালন করা হয়। ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় পূর্ব বাঁশপাড়ায় শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদে কেক কাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠান হয়। শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদ'র সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ মিয়াজী'র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মির্জা'র সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর আ'লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুন্সী নুর হোসেন, কমিশনার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভূঁঞা, কাজী আসাদ আল মাহমুদ, সহ-সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, সদস্য জিয়া উদ্দিন জিয়া, যুবলীগ নেতা একরামুল হক মজুমদার, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, জন্টু, রিপন মজুমদার, উপদেষ্টা আলী হোসেন আলী প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি'র জন্মদিনে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.