|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্ম বার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০১৯
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ফজলে শামস পরশ এর পিতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও সদস্য মো. শাহআলম প্রধানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, গাজী কামাল, সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি দাস টিটু, মো. নজরুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মাইন উদ্দিন আহমেদ সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবে রাব্বানী মানিক, বিতারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিঞা মোহাম্মদ নিজাম, সহদেবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান স্বপন, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনী চৌধুরী পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। দোয়া মিলাত শেষে যুবলীগ নেতৃবৃন্দ কেক কেঁটে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্ম বার্ষিকী পালন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.