|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় রোস্তম আলী মিয়ার ১১তম মৃত্যু বার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০১৯
মো: মাসুদ রানা,কচুয়া :
চাঁদপুরের কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা ও বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১১তম মৃত্যু বার্ষিকী হয়েছে।
বুধবার দুপুরে মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসমময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক ফানাউল্যাহ,নজরুল ইসলাম,আবুল খায়ের,জসিম উদ্দিন মোল্লা,ফজলুর রহমান,ইকবাল আহমেদ মিঠু,সেলিম হোসেন,রফিকুল ইসলাম,বিল্লাল হোসেন,সমাজসেবক শাহজালাল মিয়াসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: ফখরউদ্দিন।
উল্লেখ্য যে, শিক্ষাবিদ মরহুম রোস্তম আলী মিয়া বাংলাদেশ এনার্জি রেগুলটরি ট্রাইব্যুানালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ,নারী ও শিশু নির্যাতন দায়রা জজ আনম জাহাঙ্গীর আলম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সালাউদ্দিন মাহমুদ সুমনের বাবা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.