|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী, সম্পাদক গাজী নির্বাচিত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০১৯
খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে কাজী নুরুর রহমান বেলাল। তিনি পেয়েছেন ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফয়েজ আহম্মদ পেয়েছে ৭৯ ভোট, রফিকুল ইসলাম পেয়েছে ২০ ভোট, মতমাজ উদ্দিন মন্তু পেয়েছে ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাজী মো ওয়ালী উল্লাহ। তিনি পেয়েছেন ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহমেদ হিরা পেয়েছে ৪৮ ভোট। মিজানুর রহমান ভুঁইয়া ৩৫ ভোট, মো. আলী আহম্মদ ভুঁইয়া ২৪ ভোট, মোজাম্মেল হক কাজল ২১ ভোট, খোরশেদ আলম মারওয়ান ২০ ভোট, শাহ আলম খোকা ৩ ভোট।
মঙ্গলবার দুপুরে আহাম্মদপুর বাজার ইউনিয়ন পরিষদে এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল মিয়াজী। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বতু, হারুনুর রশিদ মুন্সী, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, আশফাকুল আলম চৌধুরী, যবলীগ নেতা হায়দার ফারভেজ সুজন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.