|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ডিকেএসপির উদ্যোগে শীতবস্ত্র বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০১৯
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
প্রতি বছরের ন্যায় দীর্ঘ ১৫ বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার (০৩- ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাব কার্যালয় হতে দুঃস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবির (ডিকেএসপি) উদ্যোগে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম ধাপে ২৭০ জন শীতার্তদদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ডিকেএসপির প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ও সঙ্গীতশিল্পী, জাসাস কেন্দ্রীয় কমিটির চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক এম আই মিঠুর পৃষ্টপোষকতায় এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল,বিশেষ অতিথি ছিলেন,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই ও প্রভাষক আজাদ আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বিবি ব্যান্ড এর দলপতি গীটারিস্ট আর আই রকি সহ আরও অন্যান্যরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.