|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নোয়াখালীতে হিন্দু পরিবারের উপর হামলা, ১১ জন কে আসামী করে থানা মামলা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০১৯
বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীর ৯ নং দেওটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড পালপাড়া মেস্তরী বাড়ীতে ২ ডিসেম্বর (সোমবার) রাত ৮ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তার ছেলের নেতৃত্বে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সোনাইমুড়ীর থানার পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী গৃহবধূ গীতা রানী সূত্রধর বাদী হয়ে ইউপি সদস্য ও তার ছেলে সহ ১১ জনকে আসামী করে ৩ ডিসেম্বর (মঙ্গল বার) রাত সাড়ে ৮ টায় সোনাইমুড়ীর থানা মামলা দায়ের করেন।
ঘটনার বিবরনে জানাযায়, কেরাম খেলা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্য রিপন চন্দ্র সূত্রধর। তিনি আরো বলেন হঠাৎ ইউপি সদস্যর ছেলে রুমোন দলবল নিয়ে এসে ভাংচুর ও আমার বৃদ্ধ মা গীতা রানী সূত্রধর (৫৫) কে লাঞ্ছিত ও অপমান করেন।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ স্বপন বলেন।হিন্দু বাড়ীতে হামলা হয়েছে সত্য।তবে এই এব্যপারে আমি ও আমার ছেলে জড়িত নয়। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা।
সোনাইমুড়ীর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সামাদ হিন্দু বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনার ১১ জনের নামে মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এই এব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.