|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে উপনির্বাচন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জসীম উদ্দিন জানান, গত ১ সেপ্টেম্বর উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য (উত্তর যশপুর) নুরুল আফছার মৃত্যুবরন করায় উক্ত পদটি শুন্য পদ ঘোষনা করা হয়। যার পরিপ্রেক্ষিতে উক্ত পদের জন্য উপনির্বাচনের নীতিগত সিদ্বান্ত নেওয়া হয়। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের তারিখ ঘোষনা করা হয় ও মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত, আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত , প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ ডিসেম্বর, ভোট গ্রহণ অনু্ষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.