|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের আয়োজনে নিসচা’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১লা ডিসেম্বর নান্দাইল চৌরাস্তা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী শেষে নান্দাইল প্রেসকাব মিলনায়তনে কেক কেটে দিবসটি পালন করা হয়। নিসচা’র উপদেষ্ঠা মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। নিসচা নান্দাইলের সাধারন সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইয়া, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাজী আতাউল করিম বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, সাংবাদিক মানবাধিকার কর্মী সুমন ভট্টাচার্জ্য, এবি সিদ্দিক খসরু, ইউপি সদস্য হাসান পারভেজ খোকন প্রমুখ। এছাড়া আলোচনায় অংশ গ্রহন করেন নিসচা’র নান্দাইলের নেতা মিজানুর রহমান সাগর, জাহাঙ্গীর আলম, শাহজাহান ফকির, মানবাধিকার কর্মী শহীদ ভূইয়া, মো. রমজান আলী, শাহ আলম, মামুন মিয়া, উজ্জল, জাহাঙ্গীর, গোলাম কিবরিয়া রিপন সহ সর্বস্তরের সূধীজন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.