|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সর্তকতা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে চাঁদগাজি বাজারে মেয়াদবিহীন পণ্য রাখার দায়ে তিন দোকানদেরকে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। অভিযান পরিচালনার সময় মেয়াদবিহীন পন্য রাখায়, চাঁদগাজি খন্ডল মিষ্টি ১০০০ টাকা, চাঁদগাজি মিতালী বিতরন ২০০০ টাকা ও চাঁদগাজি মজুমদার ব্রাদার্স ৫০০০ টাকা সহ মোট ৮০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ও মেয়াদবিহীন জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্টেট ছাগলনাইয়া টু বক্সমাহমুদ রোডে নতুন সড়ক আইন এর বিষয়ে সতর্ক করেন উপস্থিত অটোরিক্সা চালিত সিএনজি চালকদেরকে। চালকদের দ্রুত ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র তৈরী করতে নির্দেশ প্রদান করেন। অন্যথায় আইনুনাগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.