|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ আটক-৪- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্র সহ আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ওই অভিযান চালিয়ে উপজেলার খড়িবাড়ী মোড় এলাকা হতে ডাকাতির প্রস্তুতি চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র সহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, কাটাখালী উপজেলার শ্যামপুর পশ্চিম পাড়ার মাহাবুব মন্ডলের ছেলে তারেক আলী (২১), সারদা পূর্বপাড়া গ্রামের তনজের দেওয়ানের ছেলে উজ্জল (২০), মান্দা উপজেলার হাজি গোবিন্দপুর গ্রামের রুবেল হাসান (২১)ও তার সহোদর তারেক হাসান (২১)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে মুঠো ফোনে কথা হলে অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.