|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় রাতের আধারে দোকানঘর ভাংচুর করেছে দুবৃর্ত্তরা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০১৯
কচুয়া উপজেলার পশ্চিম সহদেব ইউনিয়নের নন্দনপুর বাজারে রাতের আধারে দোকান ঘর ভাংচুর ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নন্দনপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র রাসেল কবিরের নন্দনপুর বাজারস্থ দুটি দোকানঘর দুবৃর্ত্তরা ভেঙ্গে ফেলে। এসময় দুবৃর্ত্তরা দোকানের বৈদ্যুতিক মিটার খুলে অন্যত্র সরিয়ে রাখে।ভাংচুরের পর রাত ২টার সময় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাসেল কবির সাংবাদিকদের জানান, তিনি ক্রয় সূত্রে মালিক হয়ে ১১বছর যাবত দোকানঘর নির্মান করে ভোগ দখল করে আসছে। এ সম্পত্তি নিয়ে একই গ্রামের ছেরাজল হকের ছেলে আমিনুল হকের সাথে ভাটোয়ারা ও রেকর্ড সংশোধনী মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.