|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ঢাকায় গোদাগাড়ীর এক নির্মাণ শ্রমিকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০১৯
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীর এক নির্মান শ্রমিক ঢাকা মিরপুর-১০ এলাকায় নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। তার নাম আহাদ আলী (১৭)। তিনি গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি আচুঁয়াভাটা গ্রামের ইলিয়াস আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। মৃতের আত্মীয়রা জানান, আহাদ একজন নির্মাণ শ্রমিক ছিলো। গত তিন দিন আগে গোদাগাড়ী থেকে ঢাকায় যান রাজমিস্ত্রির কাজ করতে। এরপর মিরপুর -১০ এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে আহাদ প্রথম সেখানে কাজ করতে যান। কাজ শেষের দিকে মাচা বাধার সময় ৬ তলার ওপর থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.