|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ও ফুলগাজীতে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
কোন প্রকার ফ্রি ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে গত (২৮ ও ২৯ নভেম্বর) বুধবার ও বৃহস্পতিবার মেধা যাচাই ও প্রতিভা অন্বষনে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সিদ্দিকে আকবর (রাঃ) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও ফুলগাজীর শ্রীচন্দ্রপুর জামেয়া ইসলামীয়া ওসমানিয়া মাদ্রাসা সহ ২টি ভেন্যুতে দুটি মাদ্রাসার ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়াও বৃহস্পতিবার সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন মেধা যাচাই পরীক্ষায় অংশ নিয়েছে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী ও পাঠাননগর ইউনিয়নের আলহাজ্ব মুন্সি চাঁন মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী। আগামী দেড় মাসের মধ্যে ফলাফল ঘোষনা করা হবে এবং ১০% হারে প্রতি শ্রেণীতে বৃত্তি প্রদান করা হবে বলে জানান, উক্ত বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মীযানুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.