|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
কুয়েত প্রবাসী জসিম’র দেশে ফেরা হলো না – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০১৯
বিলাল উদ্দিন,কুয়েত থেকেঃ কুয়েত প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, দেশে ফেরার একদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিহত জসিম উদ্দিন আজ শুক্রবার (২৯শে নভেম্বর) ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল।
কিন্তু আগের দিন বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) জসিম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় একটি হাসপাতালের জরুরী বিভাগে তাকে ভর্তি করা হয়।
মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলার পর জসিম সেখানেই মৃত্যুবরণ করেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামের জসিম উদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৫ বছর আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
কুয়েতে মৃত্যুর আগ পর্যন্ত আল ওয়াজান কোম্পানিতে জসিম কাজ করতেন।বর্তমানে নিহত জসিমের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুয়েতে সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.