|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে সাব-রেজিস্টার অফিসে দু:সা সাপাহারে সাব-রেজিস্টার অফিসে দু:সাহসিক চুরির চেষ্টা-দৈনিক বাংলার অধিকার হসিক চুরির চেষ্টা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০১৯
নওগাঁর সাপাহার উপজেলা সাব-রেজিস্টার অফিসে দু:সাহসিক চুরির চেষ্টা চালিয়েছেন চোরেরা। বৃহস্পতিবার দিনগত রাতে অফিস রুমের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরের একটি দল।
জানা গেছে, চোরেরা গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রেকর্ডরুম সহ সব কয়টি রুমে প্রবেশ করে এবং প্রতিটি রুমে থাকা সকল আলমারী ও টেবিলের ড্রয়ার গুলো তালা ভেঙ্গে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যান।
প্রাথমিক তদন্তে অফিস থেকে কোন কিছুই খোয়া যায়নি বলে সাব-রেজিস্টার শহিদুল ইসলাম জানান। তবে সকল দপ্তরের লোকজন তাদের স্ব স্ব টেবিলে বসলে কাগজপত্র খোয়া গেলো কি না সেটি নিশ্চিত হওয়া যাবে বলেও সাব-রেজিস্ট্রার জানান।
সকালে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে সেখানে দ্বায়িত্বে থাকা নৈশ্যপ্রহরীর উপস্থিতিতে এরকম ঘটনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.