|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিজয় দিবস উপলক্ষে কুইজ ও রচনা প্রতিযোগিতা কার্য্যক্রম উদ্ভোধন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০১৯
ছাগলনাইয়া সাবেক যুগ্ন আহব্বায়ক ছাগলনাইয়া সরকারি কলেজ শাখার সাইদুল হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা ইমাম হোসেন ও উপজেলা গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন রাজ'র আয়োজনে ছাগলনাইয়া পৌরসভার আওয়াতাধীন সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সমমান শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ ও রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু হাতে নিয়েছে বলে জানা যায়। আয়োজকরা দৈনিক বাংলার অধিকার প্রতিনিধিকে জানান, আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র অনুমতিক্রমে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দীন মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর আ'লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এম. মোস্তফা, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ নেতৃবৃন্দদের সাথে পরামর্শে দেশ ও জাতীকে এক শিক্ষার আলোতে আলোকিত করার প্রয়াসে এই কর্মসুচি হাতে নিয়েছি। আয়োজকরা আরো জানান পৌরসভার আওয়াতাধীন আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিন সতর উচ্চ বিদ্যালয়, হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বাঁশপাড়া আইডিয়াল একাডেমির উক্ত প্রতিযোগিতা অংশ নেয়। ধারাবাহিক ভাবে অন্যন্য স্কুল, কলেজ মাদ্রসা উক্ত প্রতিযোগিতা অংশ নিবে বলে জানান। আগামী ১৫ ডিসেম্বর কুইজ ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহন কারিদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে নিশ্চিত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.