|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ‘নো হেলমেট, নো বাইক’ বাস্তবায়নের লক্ষ্যে হেলমেটধারীদের চকলেট প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
“নো হেলমেট ,নো বাইক” এই স্লোগানেকে বাস্তবতায় রূপদান করতে নওগাঁর সাপাহারে নিরাপদ ভাবে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করার সাথে হেলমেট ধারী মোটরসাইকেল চালক ও আরোহীদের চকলেট দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে উপজেলা ফটক হতে জিরো পয়েন্ট পর্যন্ত হেলমেটধারী মোটরসাইকেল চালক ও আরোহীদের চকলেট দিয়ে শুভেচ্ছা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেলের ষ্টিকার প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.