|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
বগুড়ায় মাদকদ্রব্যসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০১৯
রোকোনুজ জামান (রকি)
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামীসহ ৮ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানা সূত্রে জানাগেছে সোমবার রাতে গোয়েন্দা(ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ঠেঙ্গামারা এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ একাধিক মাদকের মামলার দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের আশোকোলা পশ্চিমপাড়া এলাকার আব্দুল গাফ্ফারের স্ত্রী বেবী খাতুন(৪৭) ও শিবগঞ্জের মহাস্থান এলাকার মৃত লুৎফর রহমান মোল্লার ছেলে আবু সাইদ ওরফে আজাদ মোল্লা(৩১)। সদর থানা পুলিশ একই রাতে শহরের বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে ৫৫পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো শহরের পুরানবগুড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোমিনুল ইসলাম(৩০), শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের গোলাম মোস্তফার ছেলে বাপ্পী(২৩) ও একই এলাকার মৃত মোসলেম প্রামানিকের ছেলে আশিক(২৫)। ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ একই রাতে মাটিডালী বিমান মোড় এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ শহরের কাটনারপাড়ার মৃত ওসীম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৫৩) ও রাজাপুর মধ্যপাড়ার হারুনুর রশিদের ছেলে রাকিব হাসান(২৫) কে গ্রেফতার করে। এছাড়া গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ঐ এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মানিক হোসেন(২৫)কে গ্রেফতার করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.