|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
২০২০ সালের জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ফিরবে টাইগাররা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
এস ডি স্বপন,
ভারত সফরের পর এই বছর আর খেলা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে আগামী বছরে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ফিরবে টাইগাররা।
যেখানে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজটি ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত হবে।
এরপর ২টি টেস্ট খেলতে জুন-জুলাইয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এর পরের মাসেই ১টি টেস্ট ও ৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ মে মাসে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আয়্যারল্যান্ডে যাবে টাইগাররা। সেখান থেকে ফিরে ৩ টেস্ট খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কায় যাবে তারা। পরের মাসেই ২ টেস্ট খেলতে ঢাকায় আসবে কিউইরা।
এ ছাড়াও সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্ট শেষ করে ৩টি টি-টোয়েন্টি খেলতে অক্টোবরে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।
তা ছাড়াও একই মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তারা।
ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে খেলে বছর শেষ করবে টাইগাররা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.