|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
মহাদেবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
”জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই শ্লোগানে নওগাঁর মহাদেবপুরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন, জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। (২৫ নভেম্বর) সোমবার মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনূকুল সাহা বুদু ও নারী ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.