|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীন-প্রবীণের সমন্বয়ে সোনাগাজীতে বিএনপির নতুন কমিটি গঠনের দাবি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) থেকেঃ
নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের পাশাপাশি নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোর দাবি উঠেছে । পুলিশ ও আওয়ামীলীগের সাথে আঁতাতের রাজনীতি, ও রাজপথের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় নয়, তাদের বাদ দিয়ে যারা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে পদপদবী দেওয়ার দাবি তুলেছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ।
দীর্ঘ ১৮ বছর ধরে সোনাগাজী উপজেলা বিএনপি অভ্যন্তরীণ কোন্দল নিরসন শেষে নতুন কমিটি গঠনে সকল নেতা এক টেবিলে বসে । ইতিমধ্যে পদপদবী পেতে ফেনী জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিকট জোর লবিং করছেন কেউ কেউ । উপজেলা বিএনপির আহ্বায়ক পদে এখন পর্যন্ত দুই জন আলোচনার শীর্ষে আছেন- বর্তমান সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ও সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ।
সদস্য সচিব / সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূঁঞা, উপজেলা বিএনপির বর্তমান সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, সাবেক সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সামছু উদ্দিন খোকন, বর্তমান সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ।
যুগ্মআহবায়ক পদে যারা আলোচনায় তারা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারন সম্পাদক আবু তৈয়ব আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর দরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ ।
সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম জানান- দলের নবীণ- প্রবীণ ও ত্যাগীদের সমন্বয়ে সোনাগাজী উপজেলা বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠন করা সময়ের দাবী ।
সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক পদে বর্তমান সভাপতি আবুল মোবারক (ভিপি দুলাল) সদস্য সচিব পদে পৌর যুবদলের বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ নিজাম উদ্দিন আলোচনায় রয়েছেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.