|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটের আক্কেলপুরে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে মজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় ”সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে বলেন বর্তমান দেশের উন্নয়নের অগ্রযাত্রা কে ব্যাহত করতে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল বিভিন্ন ভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে মানুষ কে বিভ্রান্ত করছে। আপনারা সেইসব গুজবে কান না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ২০২১- ২০৪১ ভিশন কে সামনে রেখে দেশের উন্নয়নের অগ্রযাত্রা কে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে বলে সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম, মুসল্লি, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ, সমাজ সেবক ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী, বিভিন্ন সরকারি ও বে- সরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দদের দেশের চলমান উন্নয়য়ের অগ্রযাত্রা কে সমুন্নত রাখতে আহ্বানও জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা তথ্য অফিসার মোঃ মাহফুজুর রহমান, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর), আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ওবায়েদ, আক্কেলপুর
সরকারি মজিবর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা বুলবুলী প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.