|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া দুইদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ভোধন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৯
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধি:
ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তনের চ্যালেন্জ মোকাবিলা ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় অলিম্পিয়াড় ২৫ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন মেলার কার্য্যক্রম শুরু হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আবছার, অন্যন্যা স্কুল কলেজের শিক্ষক সহ ছাত্র ছাত্রী বৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি তত্ববধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতা এই মেলায় অংশগ্রহন করে ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল, চাঁদগাজি হাইস্কুল এন্ড কলেজ, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়, করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়, দক্ষিন সতর উচ্চ বিদ্যালয়, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, ঘোপাল ইউনিয়ন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব, কাশিপুর উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া একাডেমি, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়, দক্ষিন বল্লবপুর উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া মহিলা কলেজ, মৌলভী সামছুল করিম কলেজ, আলহাজ্ব আবদুল হক ডিগ্রি কলেজ, ছাগলনাইয়া সরকারি কলেজ। মোট ১৬ টি স্কুল ও কলেজের নিজ নিজ স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারা নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয় । বিভিন্ন স্টলে সরেজমিনে দেখা যায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দক্ষ ও মেধার প্রসংশার জোয়ারে ভাসছে বলে দর্শনার্থীর কাছ থেকে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.