|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
চাদঁপুরের কচুয়ায় মোটরসাইকেলও মাইক্রোবাস সংঘর্ষ আহত ৪জন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘর্ষে ৪জন আহত হয়েছে। রবিবার বিকাল ৩টার সময় কচুয়া-গৌরিপুর সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মাইক্রোচালক বিপ্লব সরকার,যাত্রী রাজু আহমেদ,মোটরটালক আনিছ মিয়া ও মুছা চৌধুরী। আতদের মধ্যে মোটরচালক আনিছ ও মুছা চৌধুরীকে গুরতর আশঙ্খাজনক হওয়া তাদেরকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয়রা জানায় মাইক্রোবাস ঢাকা থেকে আসা শিমুলতলী নামকস্থানে আসলে সিএনজিকে অতিক্রম করতে গিয়ে বিপরীত থেকে মোটরসাইকেল মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসটি উল্টিয়ে যায়। পরে মোটর ও মাইক্রো চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় পরে সাচার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.