|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ডিগ্রি পাস কোর্স ও সার্টিফিকেট ১ম বর্ষের পরীক্ষায় ৫শ ৫৬জন পরীক্ষার্থী অংশগ্রহন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥
জাতীয় বিশ^বিদ্যালয়েল নিয়মিত শিক্ষার্থীদের ডিগ্রি পাস কোর্স ও সার্টিফিকেট প্রথম বর্ষের পরীক্ষা রবিবার আরম্ভ হয়েছে। এদিকে কচুয়া থেকে এই পরীক্ষায় মোট ৫শ ৫৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। রবিবার কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে এবছর মোট ১০৭জন,সাচার ডিগ্রি কলেজ থেকে ১০০জন,বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে ২৮৩জন এবং রহিমানগর কলেজ থেকে ২১ জন পরীক্ষার্থীসহ মোট ৫১১জন পরীক্ষায় অংশগ্রহন করেছেন।
রবিবার পালাখাল কলেজ কেন্দ্রে শান্তিশৃঙ্খলা মনোরম পরিবেশে ও সুষ্ঠুভাবে ডিগ্রি পার্স কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক প্রতিটি কক্ষ পরিদর্শণ করেন এবং জাতীয় বিশ্বিবিদ্যালয়ের বিভাগীয় প্রধান পরীক্ষক মো: জসিম উদ্দিন মোল্লাসহ পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.