|| ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহী মহানগরীতে ছিনতাইকারীর সংখ্যা আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০১৯
আকাশ সরকার রাজশাহী জেলা প্রতিনিধিঃ ঃমহানগরীর সাধুর মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই শিক্ষার্থীর নাম গৌরব সেন। তিনি রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।
আহত রুয়েট শিক্ষার্থী গৌরব সেন বিটিসি নিউজকে জানান, সাধুর মোড় এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা হামলা করে। ওই সময় ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। ফোনটির দাম ৪২ হাজার টাকা। সে সময় বাধা দিলে ছিনতাইকারী তার মাথায় ছুরিকাঘাত করে। পরে চিৎকার দিলে ছিনতাইকারী পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.