|| ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে বিদেশী পিস্তল,সহ একজন আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০১৯
আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে নগরীর গুড়ি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, কাশিয়াডাঙ্গা সংলগ্ন গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিঠুন(২৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার এসআই সেলিম মিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে গুড়িপাড়া মোড় সংলগ্ন যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় মিঠুনকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.