|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নে সুবিধাপ্রাপ্ত নাগরিকদের সাথে মতবিনিময় সভা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে
সোনাগাজী উপজেলাধীন ৬নং চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধা প্রাপ্ত নাগরিকদের সাথে মত বিনিময় সভা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ২১শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় ।
চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন'র সভাপতিত্ব ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জীবন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা তথ্য আপা শিউলি বেগম, ফেনী জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাদল ও সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন, ইউপি সদস্য নুর নবী, মোঃ শাহজাহান, নেয়ামত উল্যাহ স্বপন, মোঃ মোতালেব, মোঃ লিটন, নুর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আরিফ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহিন প্রমূখ ।
অনুষ্ঠানে চরচান্দিয়া ইউনিয়নের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে এলজিএসপি-৩ এর অর্থায়নে তিনটি বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয় ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.