|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নে এলজিইডি সহকারীর অশক বালার বিরুদ্ধে নানা অভিযোগ,মিস ও মানববন্ধন করে এলাকা বাাসী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০১৯
সুভাস দাস ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি-পটুয়াখালী গলাচিপা উপজেলার এলজিইডি অফিসের হিসাব সহকারী অশোক বালার বিরুদ্ধে মানববন্ধন করেছে ৬ নং ডাকুয়া ইউনিয়নের ছোট চত্রা পুর্ব আটখালী গ্রামবাসীরা।
শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মুক্ত করে নতুন কমিটির দাবিতে ঘন্টাব্যাপী এলাকার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসীরা বলেন, অশোক বালা একজন জোর দখলকারী, দাঙ্গাবাজ ও নামে বেনামে নীরহ মানুষকে একাধিক মিথ্যা মামলায় হয়রানি করছে এবং ১৪ বছর যাবৎ একক কমিটি রেখে মন্দিরের জমি জমার উপার্জিত অর্থ ও সরকারি বরাদ্দের প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করছে এনিয়ে গত ১০/১০/১৯ ইং তারিখ মন্দিরে নতুন কমিটির কথা বললে হিসাব মেলাতে না পেরে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এবং গুরু দাসের নামে অন্য একজনকে বাদী করে মিথ্যা মামলা করে।
এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই প্রধানমন্ত্রীর কাছে অশোক বালার বিচারের দাবি জানায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.