|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বেশী দামে লবন বিক্রয় করায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ
১৯ নভেম্বর মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে লবনের দাম বৃদ্ধি সংক্রান্তে আলোচিত গুজবের বিষয়ে থানা এলাকার বাজার গুলিতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ছাগলনাইয়া জমদ্দার বাজারে চারজন অসাধু ব্যবসায়ীকে লবনের ন্যায্য মুল্য থেকে বেশী বিক্রি করায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উচ্চ মুল্য লবন বিক্রির সাথে জড়িত দুইজন কে সাধারণ ক্ষমা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা ছিল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া. এতে আরো উপস্থিত ছিল ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যন এনামুল হক মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান ও ব্যবসায়ী নুর হোসেন মজুমদার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.