|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় আসাফো পৌর সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০১৯
সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃবাংলাদেশ আ'লীগের সহযোগী সংঘটন আ'লীগ সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর পৌর সম্মেলন ২০ নভেম্বর বুধবার বিকেলে গোল্ডেন স্পুন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা আ'লীগের ও আসাফো ফেনী জেলা সভাপতি নিজাম উদ্দিন মজুমদার উদ্ভোধণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
আসাফো ছাগলনাইয়া পৌর শাখার আহব্বায়ক আবদুল মান্নান পাটোয়ারি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফজলুল করিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন আসাফো ফেনী জেলা সাধারণ সম্পাদক এম. এন নবী, ছাগলনাইয়া পৌর আ'লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এম. মোস্তফা, আসাফো ছাগলনাইয়া উপজেলা শাখা আহব্বায়ক মির্জা মীর কাশেম, ছাগলনাইয়া মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন বিবি জুলেখা শিল্পী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ।
সাংস্কৃতিক ব্যাক্তি কবি বকুল আক্তার দরিয়া ও মহিউদ্দিন লিটন'র উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রচার সম্পাদক আসাফো ফেনী জেলার বেলাল হোসেন রিপন, জেলা সহ সম্পাদক মাঈন উদ্দিন সোহেল, উপজেলা কৃষক লীগের সভাপতি মনির আহমদ মজুমদার, জেলা সদস্য আসাফো ডক্টর ফারুক মিয়াজী, সদস্য আসাফো ফকির আহমদ ফয়েজ।
সম্মেলনে টেলিকন্ফারেন্স করে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল। সম্মেলনে বক্তারা বলেন আওওয়ামিলীগ সাংস্কৃতিক ফোরামে কোন দুর্নিতি, সন্ত্রাস, মাদকসেবীদের স্থান নেই। বক্তারা আরো বলেন আমরা ছাগলনাইয়াতে একটা গোলাপ ফুল বাগান বানিয়ে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি সে জন্য সবাইকে একতার মধ্যে থেকে কাজ করে যেতে হবে, এগিয়ে নিতে হবে আসাফোকে। ছাগলনাইয়াতে শিল্পকলা একাডেমির স্থাপন করার জন্য পৌর মেয়র এম. মোস্তফা জোর দাবি জানান। শেষে প্রধান অতিথি পৌর সম্মেলনে আ'লীগ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা না করে অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.