|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া ॥ কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাচাঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি: ইব্রাহিম খলিল বাদল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইয়াছিন স¤্রাট,চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন সজীব,ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল মাহমুদ,রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন হোসেনসহ আরো অনেকে।
পরে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি পদে মো: বোরহান উদ্দিন ও সাধারন সম্পাদক পিন্টু চন্দ্র শীলকে নির্বাচিত করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা সবুজ পাটওয়ারী,মোস্তফাা কামালসহ বিভিন্ন ওয়ার্ডেও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.