|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীমান্তে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদকসহ জুলেখা আটক -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০১৯
হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার::টেকনাফে র্যাব১৫ সদস্যরা হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে দেড় লক্ষ ইয়াবাসহ মাদক কারবারে জড়িত জুলেখা নামে এক মহিলাকে আটক করেছে।
জানা যায়, ১৭ নভেম্বর গভীর রাতে প্রায় আনুমানিক ১ টার দিকে র্যাব-১৫ এর টেকনাফে দায়িত্বরত (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকস দল নিজস্ব গোয়েন্দা সংবাদের তথ্য ভিত্তিতে লামার পাড়ার মাদক ব্যবসায় জড়িত মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি সুকৌশলে পালিয়ে যায়। তবে, মাদক কারবারে জড়িত রাসেলের স্ত্রী জুলেখা বেগম(২০) কে আটক করতে সক্ষম হয়।
পরক্ষণে র্যাব সদস্যরা বাড়িটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়।
উক্ত ঘটনায় আটক মাদক কারবারি জুলেখার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনো মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান, র্যাব-১৫ টেকনাফ শাখার প্রধান লেফটেনেন্ট শাহেদ মির্জা মাহতাব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.