|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ইজিবাইক চালক ভজেন্দ্রনাথ দেবনাথ এর লাশ উদ্ধার >> দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর হাঁসাইগাড়ী বিলে ইজিবাইক চালক ভজেন্দ্রনাথ দেবনাথ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ফায়সাল বিন আহসান দৈনিক বাংলার অধিকার কে জানান, সকাল ৭টায় স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ভজেন্দ্রনাথ দেবনাথ উপজেলার লস্করপুর গ্রামের ভূপেন্দ্রনাথ দেবনাথের ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার ইজিবাইক ছিনতাই কারী এই হত্যাকান্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। এবিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহরাওয়ার্দী হোসেন বলেন, সংবাদ পেয়ে সদর মডেল থানার টহলটিম লাশ উদ্ধারকরেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো ও ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.