|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক সুমন নির্বাচিত হওয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের অভিনন্দন>>দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০১৯
মোঃ মাসুদ মিয়া,কচুয়াঃচাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনা করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২শ৪৯ ভোটারের মধ্যে ২৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ১০১ ভোট পেয়ে মো: আলমগীর হোসেন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধি মো: মফিজুল ইসলাম পেয়েছে ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৬৭ ভোট পেয়ে সোহরাব হোসেন সুমন নির্বাচত হন। তার নিকটতম তৌহিদুল ইসলাম মুন্সী পেয়েছেন ৫৮ ভোট। ভোট গননার শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষনা করেন। সভাপতি আলমগীর হোসন ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন নির্বাচিত হওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ সোহাগ হোসেন,সাধারন সম্পাদক শরীফ মিয়াজ ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন পিন্টু সহ ছাত্রলীগ নেতাকর্মীরা অভিনন্দন জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.