|| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
গীতার দর্শন সমাজকে আলোকিত করে ফেনী ফুলগাজীতে বাগীশিকের গীতা স্কুল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা>>দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০১৯
যীশু সেন : চট্টগ্রাম ব্যুরো, গীতা অসাম্প্রদায়িক চেতনার দর্শন বাস্তবায়িত হলে কোনরূপ বৈষম্য, হিংসা, বিভেদ, লোভ, অত্যাচার অনাচার থাকবে না। গীতার দর্শন সমাজকে করে আলোকিত ও উদার হওয়ার শিক্ষা দেয়। তাই সকলের গীতা শিক্ষা নেওয়া আবশ্যক। গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) ফেনী জেলা সংসদের আওতাধীন ফুলগাজী উপজেলার জি এম হাট প্রফুল্ল কুমার মজুমদার এর বাড়ীতে জিএম হাট পশ্চিম পাড়া যুব সংঘের আয়োজনে শ্রীশ্রী গীতা শিক্ষা স্কুল উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, সমর মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সহ- সম্পাদক প্রকৌ. সুমন সেন, দপ্তর সম্পাদক সজীব দত্ত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অঞ্জন দাশ, ফেনী জেলার সভাপতি প্রকৌ. নির্মল মজুমদার। আরো বক্তব্য রাখেন বাগীশিক ছাগলনাইয়া উপজেলার প্রতিনিধি ডা. উজ্জ্বল চন্দ্র দাস, সবুজ পাল, তপন কুমার শীল, বিমল চন্দ্র মজুমদার, সুমন কুমার রায়, শংকর সূত্রধর, অমর মজুমদার, অমর শীল, রতন দাস, কার্তিক মজুমদার, বাদল চন্দ্র রায়, জয়ন্ত রায়, জয় দাশ, প্রভাত দাস, অনিক মজুমদার, সুনীল সূত্রধর, তপন মজুমদার, অপূর্ব দাস, হ্নদয় মজুমদার, রাহুল দাশ, নিহার, রঞ্জন ও মিন্টু প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.