|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০১৯
যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি :ফেনী ছাগলনাইয়া পৌরসভাস্থ বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পি,ই,সি) পরিক্ষায় অংশ গ্রহন উপলক্ষে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের উদ্যােগে আয়োজিত বিদায় সংববর্ধনা ও দোয়া মাহফিল স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীন আরা চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড (বাঁশপাড়া) পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবীব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, দাতা সদস্য আবু তাহের, পূর্ব বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার। পি,টি,এ'র সদস্য যতীন্দ্র সূত্রধর প্রমুখ।
এছাড়াও শিক্ষায় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় পদোন্নতি ও বদলী জনিত কারনে চলে যাওয়া ৩ জন সহকারী শিক্ষককে অনুষ্ঠান শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.