|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
গীতা দান শ্রেষ্ঠ দান, গীতা দান করুণ ” বাগীশিক কেন্দ্রীয় সংসদের গীতা দান পর্বে বক্তারা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০১৯
যী শু সেন,চট্টগ্রাম ব্যুরো গীতা হল মানবতাবাদী পূর্ণাঙ্গ জীবন সংবিধান। গীতার আলো ঘরে ঘরে জ্বালো, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা বৈষম্য সাম্প্রদায়িকতা বর্জন করিয়া বৈজ্ঞানিক ধ্যান-ধারণায় একটি সাম্যবাদী আদর্শ সমাজ বিনিমার্ণে কাজ করে যাচ্ছে বাগীশিক। "গীতা দান শ্রেষ্ঠ দান, গীতা দান করুণ " গীতার বাস্তবমুখী শিক্ষা সমাজের সর্বস্তরে পৌছে দিতে হলে স্ব-স্ব অবস্থানে থেকে বাগীশিক এর মহৎ কর্মযজ্ঞে সকলকে এগিয়ে আসতে হবে গীতা দান পর্বে বক্তারা এই আহবান জানান।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের গীতা দান পর্ব গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা টিএণ্ডটি রোডস্থ কার্যালয়ে গীতা দান পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে নিজ অর্থায়নে ৫০০টি গীতা দান করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের জীবন সদস্য তপন কুমার ধর, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, বক্তব্য রাখেন প্রকৌ. সুমন সেন, যীশু সেন, কৈলাস বিহারী সেন, লিটন দে, চন্দন দেবনাথ, সুমন দাশ, শুভাশিস চৌধুরী, প্রদ্যুত বিশ্বাস, প্রকৌ. সনজয় চক্রবর্তী মানিক, নির্মল মজুমদার প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.