|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীতে দুই ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান জেল-জরিমানা ও ভুয়া ডাক্তার আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০১৯
সুভাস দাস ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি -পটুয়াখালীতে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ সেজে ভুল চিকিৎসা এবং অনুমোদন বিহীন ক্লিনিক পরিচালনা করার দায়ে দুই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুল ইসলাম ও ডিপ্লোমেসি চাকমা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের জাহানারা ক্লিনিক ও লায়ন্স চক্ষু ক্লিনিকে অভিযান চালায় র্যাব।
এ সময় অনুমোদন বিহীন ও অপ্রতুল চিকিৎসা সেবার জন্য জাহানারা ক্লিনিককে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা এবং লায়ন্স চক্ষু ক্লিনিকের চেয়ারম্যান মশিউর রহমানকে ভুয়া ডিগ্রি প্রদর্শনের কারণে ছয় মাসের জেলসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.