|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পটিয়া আদালত এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়াশনের বিজয়া পুনর্মিলনী উদৃযাপন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০১৯
ম চৌধুরী - গতকাল ১৩ নভেম্বর বুধবার সন্ধায় চট্টগ্রামের পটিয়া আদালত এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়াশনের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান আদালত প্রাঙ্গনে পরিষদের আহবায়ক হরি রঞ্জন দক্ত সভাপতিত্বে সদস্য সচিব সুমন দে পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল,
মঙ্গল প্রদীপ প্রজ্জল করেন এডঃ সুজিত বিকাশ দক্ত,
উদ্বোধক ছিলেন পটিয়া এডভোকেট ক্লার্ক এসোসিয়াশনের প্রধান নির্বাচন কমিশনার এডঃ অরুপ কুমার দেব, মান্যবর অতিথি ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ স্বপন কুমার চৌধুরী,
প্রধান ধর্মীয় বক্তৃতা ছিলেন প্রতিষ্টাতা অধ্যক্ষ হরি হর বৈকুন্জ গীতা যোগাশ্রম হাবিলাসদ্বীপের শ্রীমৎ সজলান্দ গিরি মহারাজ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ অনুপম নাথ, সরকারি আইন কর্মকর্তা এডঃ বদিউল আলম, এডঃ কবির শেখর নাথ পিন্টু, এডঃ অরুন কুমার মিএ, এডঃ আশীষ কুমার চৌধুরী, সন্মানিত অতিথি ছিলেন পটিয়া এডভোকেট ক্লার্ক এসোসিয়াশনের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পুর্নমিলনী উদৃযাপন পরিষদের সমন্বক বিধান আচার্য্য, মিন্টু দে মন্টু, সুকান্ত আচার্য্য, দীপংকর চৌধুরী, প্রদীপ চৌধুরী, প্রনব চৌধুরী প্রমুখ। সভার শেষে
সাংস্কৃতিক গানের অনুষ্টান চলে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডঃ দীপক কুমার শীল বলেন,
ধর্মের গ্লানি আর অধর্ম রোধ, সাধুদের রক্ষা, অসুরের বধ আর ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতিবছর দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মধ্যে আবির্ভূত হন। শুভ বিজয়ার মাধ্যমে জাগতিক প্রাণীকে শোনান সাম্য ও ভ্রাতৃত্বের বাণী। শুভশক্তি অশুভশক্তি কে পরাজিত করে সনাতন ধর্ম মতে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
নিছে ছবি
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.