|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কচুয়া থানার এএসআই রিংকন বড়ুয়া নিয়ত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০১৯
মাসুদ মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া থানায় কর্মরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রিংকন বড়–য়া (৩০) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড মিস্ত্রী পুকুরপাড় এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত রিংকন বড়–য়া চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোজোরা গ্রামে । তার পিতার নাম আশুতোষ বড়–য়া। তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং কচুয়া থানায় ২০১৭ সালের জুলাই মাস থেকে কর্মরত ছিলেন। খবর পেয়ে কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কচুয়া থানার ওসি ওয়ালী উল্যাহ অলি জানান, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক। লিংকন বড়–য়া একজন চৌকশ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ছুটিতে তার বাড়িতে গিয়ে ছিলেন। বুধবার কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফেরার পথে দূর্ঘটনায় নিহত হয়। এঘটনায় তার পরিবার ও কর্মস্থল কচুয়া থানা পুলিশের মাঝে শোকের মাতম বইছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.